বৈরী আবহাওয়ার মধ্যেই বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে মাছ ধরতে গিয়েছিলেন মো. শহীদ ও তার ভাই মো. মামুন। একদিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তারা।
বলেশ্বর নদের মাঝের চর এলাকায় মঙ্গলবার দুপুর ২টার দিকে নিখোঁজ হন এই দুই জেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার নাজমুল হাসান।
শহীদ ও মামুন উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
তাদের আরেক ভাই জামাল হোসেন জানান, গত কয়েকদিন ধরে এই এলাকায় বৃষ্টি। তাতে নদীর পানি বেড়েছে। এর মধ্যেই বেলা দুইটার দিকে তার দুই ভাই ইলিশ ধরতে বের হন। সেখান থেকে বিকেল পাঁচটার মধ্যেই তাদের ফিরে আসার কথা। কিন্তু রাত সাড়ে এগারোটা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া গেছে।
এরপর স্বজনরা কোস্টগার্ডে খবর দেয়।
শহীদ ও মামুনের বাবা বাবুল মিয়া বলেন, ‘বইন্নার মত অবস্থা এহন, আমি মানা করছিলাম বাজানরা তোরা এইরহম বইন্নায় যাইসনা। ঘরে খাওন নাই, প্যাডের দায়ে বইন্না মাতায় লইয়াও ওরা গেছে। মোর বাপজানগো আপনেরা খুইজ্জা আইন্না দেন’।
কোস্টগার্ড দক্ষিণের স্টেশন কন্টিজেন্ট কমান্ডার নাজমুল হাসান জানান, লঘুচাপের কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল। সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।