ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম রামনগর (গোনাপাড়া) এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নারীর নাম মরিয়ন নেছা। ৭৫ বছরের মরিয়ন ধুরাইল ইউনিয়নের গোনাপাড়া গ্রামের মৃত ইনতাস আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, মরিয়ন নেসা ভিক্ষা করে সংসার চালাতেন। তার এক ছেলে ঢাকায় রিকশা চালান। চার মেয়ের বিয়ে হয়ে গেছে। তিনি একাই বাড়িতে বাস করতেন।
দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম রামনগর (গোনাপাড়া) এলাকায় একটি পুকুরে মরদেহটি ভাসছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ফলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।