দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সোমবার রাতে আকাঙক্ষা বসতির পাশে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়।
খুলনার রেলগেটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টার এ ঘটনা মঙ্গলবার বেলা দুইটার পর নিশ্চিত করে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সোমবার রাতে আকাঙক্ষা বসতির পাশে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়।
মৃত বাবু রেলগেট সাহেব বাজার এলাকায় থাকত।
মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।
আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।