ভাবি জেবুন নেছা জানান, মকছেদুর নিজের জমিতে কীটনাশক ছিটানোর একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মকছেদুর রহমানের বাড়ি স্বজনপুকুর এলাকাতেই। তার বয়স ৬২ বছর।
তার ভাবি জেবুন নেছা জানান, মকছেদুর নিজের জমিতে কীটনাশক ছিটানোর একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক চামেলী বেগম জানান, কীটনাশক ছিটানোর সময় অত্যন্ত গরমে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।