চট্টগ্রামের খুলশী থানা এলাকায় স্কুলছাত্রীকে অপহরণ মামলায় এক তরুণকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে সোমবার ভোরে কুমিল্লার মুরাদনগর থানার কাজীয়াইল এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অপহৃত ওই ছাত্রীকে।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি জানায় পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম আল আমিন। তিনি কুমিল্লার মুরাদনগরের কাজীয়াইল এলাকার বাসিন্দা। চট্টগ্রাম শহরের লালখান বাজার পোড়া কলোনি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন আল আমিন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন নিউজবাংলাকে বলেন, ‘শনিবার বিকেল পাঁচটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে আসার সময় লালখান বাজার এলাকা থেকে অপহরণ করেন ওই তরুণ। তিনি ওই ছাত্রীকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। এটা তার অভিভাবককেও জানিয়েছেন ছাত্রীর বাবা।
‘ওই ছাত্রীর বাবা এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারেন আল আমিন তার মেয়েকে অপহরণ করেছেন। এ ঘটনায় থানায় রোববার মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুমিল্লার মুরাদনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।’