সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।
৮৭ বছরের মুহিতের ছোট ভাই পল্লি শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুহিত কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। গত রোববার তিনি করোনা পরীক্ষা করান। মঙ্গলবার তার ও বড় ছেলে শাহেদ মুহিতের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
মুহিত ঢাকার বনানীতে তার নিজ বাসাতেই আছেন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো।
সাবেক অর্থমন্ত্রীকে দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মাদ বাচ্চু নিউজবাংলাকে বলেন, ‘স্যারের করোনা ধরা পড়েছে। তবে তেমন কোনো সমস্যা নেই। বাসাতেই আছেন। স্যারের বড় ছেলেও করোনা আক্রান্ত।’
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মুহিত। এরপর তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান।
২০১৪ সালে তিনি দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবারও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।