বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বন্দরে তেলবোঝাই বার্জ ডুবি

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৭:২৫

ডুবে যাওয়া বার্জের নাম এমটি সুফলা। এটি মাদার ভ্যাসেল থেকে তেল সরবরাহ করে নিয়ে যাচ্ছিল।

চট্টগ্রাম বন্দর এলাকায় বঙ্গোপসাগরে তেলবোঝাই একটি বাংকার বার্জ ডুবে গেছে।

মঙ্গলবার দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে দুই দশমিক দুই নটিক্যাল মাইল দূরে বার্জটি ডুবে যায়।

ডুবে যাওয়া বার্জের নাম এমটি সুফলা। এটি মাদার ভ্যাসেল থেকে তেল সরবরাহ করে নিয়ে যাচ্ছিল।

এই বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ ডুবে গেছে। ডুবে যাওয়ার আগে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। বার্জটি ডোবার কারণে বন্দর চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না। চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও জানান, এমটি সুফলা নামের বার্জটিকে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছে মদিনা নামের একটি উদ্ধারকারী জাহাজ।

এ বিভাগের আরো খবর