মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাওনা টাকা দিতে না পারায় ক্রেতার কান কামড়ে ছিঁড়ে নিলেন আউয়াল মোল্লা নামের এক দোকানদার।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান বাজারে এ ঘটনা ঘটে।
আহত ক্রেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় লোকজন জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব আবিরপাড়া গ্রামের আউয়াল মোল্লা সিরাজদিখান বাজারে গো-খাদ্যের ব্যবসা করেন। বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের এক ক্রেতা গরুর জন্য ভুসি কিনতে যান। এ সময় দোকানি আউয়াল আগের পাওনা দুই হাজার টাকা চাইলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আউয়াল কামড়ে ক্রেতার কান ছিঁড়ে ফেলেন। আশপাশের লোকজন আহত ক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।