বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৬:৩৬

বঙ্গোপসাগরের চট্টগ্রামের বাঁশখালী বাংলাবাজার ঘাটের অদূরে গ্যাসের ট্যাংকি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজন জেলে নিখোঁজ আছেন।

বঙ্গোপসাগরের চট্টগ্রামের বাঁশখালী বাংলাবাজার ঘাটের অদূরে গ্যাসের ট্যাংকি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া।

চাম্বল ফিশিং ট্রলারের মালিক সমিতির নেতা নুরুল আলম জানান, ভোরে বাঁশখালীর চাম্বল এলাকার প্রায় ২০টি ট্রলার মাছ ধরার জন্য বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়লে চারটি ট্রলার তলিয়ে যায়। ট্রলারে থাকা মাঝিমাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ট্রলারের সহযোগিতায় উপকূলে আসেন। তবে এখনো তিনজনের খোঁজ মেলেনি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘চারটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা শুনেছি। তিনজন নিখোঁজ রয়েছেন বলে ট্রলার মালিকরা জানিয়েছেন। আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা উদ্ধারকাজ চালাচ্ছে।’

এ বিভাগের আরো খবর