বগুড়ার সোনাতলা উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারি বাজার সংলগ্ন পুকুর থেকে সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশু হলো পূর্ব তেকানির আসাদুল ইসলামের চার বছরের মেয়ে সাদিয়া এবং একই গ্রামের মতিয়ার রহমানের পাঁচ বছরের ছেলে মো. ইউসুফ।
স্থানীয়রা জানান, বিকেলে খেলতে যাওয়ার পর সাদিয়া ও ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরপাড়ে সাবানের কেস পড়ে থাকতে দেখেন তাদের পরিবারের সদস্যরা। পরে পুকুরে নেমে তাদের মরদেহ পাওয়া যায়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই পরিবার কোনো অভিযোগ না দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।