বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে দোকান খোলা, স্ট্যাটাস দেয়ায় সাংবাদিককে মারধর

  •    
  • ২৬ জুলাই, ২০২১ ২২:৪৫

‘কঠোর এই লকডাউনে বকশিগঞ্জের সক ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রাখলেও শুধুমাত্র বধুয়া ফ্যাশন তাদের দোকান খোলা রাখে। এই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আমার এবং আমার স্ত্রীর উপর হামলা করেছে। আমাকে যারা প্রকাশ্যে দিবালোকে এভাবে হামলা করে আহত করেছে, তার সুষ্ঠু বিচার চাই।’ 

জামালপুরের বকশিগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে এক গণমাধ্যম কর্মী ও তার স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে।

সেই সাংবাদিকের নাম গোলাম রব্বানী নাদিম। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ এর জামালপুর জেলা প্রতিনিধি এবং ৭১ টেলিভিশনের বকশিগঞ্জ সংবাদাতা হিসেবে কাজ করেন।

সোমবার বেলা পৌনে তিনটার দিকে বকশিগঞ্জ পৌর এলাকার মধ্য বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় বকশিগঞ্জ থানায় মামলা করেছেন নাদিম। আর এরপর রাসেল খন্দকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন বকশিগঞ্জ উত্তর বাজার এলাকার ব্যবসায়ী সেলিম রেজা এবং তার দুই ছেলে রাসেল খন্দকার ও ইসরাত হোসেন সাকিব।

মামলায় বলা হয়, কঠোর লকডাউনে বকশিগঞ্জের সব ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রাখলেও শুধু মাত্র বকশিগঞ্জ বাজারের বধুয়া গার্মেন্টস তাদের দোকান খোলা রাখে। এই বিষয়টি নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থির চিত্রসহ ফেসবুকে স্ট্যাটাস দেন নাদিম।

দুপুরে গোয়ালগাঁও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক থেকে স্ত্রী মনিরা বেগমকে নিয়ে বাড়ি ফিরছিলেন নাদিম। বধুয়া গার্মেন্টসের সামনে পৌঁছলে আসামিরা তাদের উপর হামলা করে। পরে স্থানীয়দের সহায়তায় রক্ষা পান তিনি।

মারধরের পর বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন নাদিম ও তার স্ত্রী।

হামলায় এই সাংবাদিকের ক্যামেরা ও মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এতে তার ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

নাদিম নিউজবাংলাকে বলেন, ‘কঠোর এই লকডাউনে বকশিগঞ্জের সব ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রাখলেও শুধুমাত্র বধুয়া ফ্যাশন তাদের দোকান খোলা রাখে। এই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আমার এবং আমার স্ত্রীর উপর হামলা করেছে। আমাকে যারা প্রকাশ্যে দিবালোকে এভাবে হামলা করে আহত করেছে, তার সুষ্ঠু বিচার চাই।’

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এ বিষয়ে বলেন, ‘একজন সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রেসক্লাব কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট নিউজবাংলাকে বলেন, ‘সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় বিকেল সোয়া ৪টার দিকে মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।’

এ বিভাগের আরো খবর