বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

  •    
  • ২৬ জুলাই, ২০২১ ২২:৩০

‘রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার মেরামতের সময় সঠিকভাবে মেরামত না করায় ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে আমি মনে করি। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দাবি করেছি।’

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে বিজয়পুর গ্রামের ফরিদ মজুমদার গরুগুলোকে নিয়ে বাড়ির পাশে নীলক্ষ্মী জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার নিচের দিকে ঝুলে ছিল। সেই তারে পেঁচিয়ে ঘটনাস্থলেই ওই পাঁচটি গরু মারা যায়।

ফরিদ মজুমদার বলেন, ‘গরুডি আমার সামনে সামনে আটতাছে। আমি পিছনে আছিলাম। আৎকা কিচ্ছু বুঝনের আগেই গরুডি কারেন্টের তারে লাইগ্গা মইরা যায়। এই গরুডিই আমার সব। আমি অহন কিতা করমু।’

কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার বলেন, ‘রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার মেরামতের সময় সঠিকভাবে মেরামত না করায় ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়।

‘এখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে আমি মনে করি। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দাবি করেছি।’

মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম বলেন, ‘মিয়াবাজার ফিডারের আওতায় বিজয়পুর এলাকায় বিজয়পুর-নীলক্ষ্মী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুৎ-সংযোগের তার ওভারলোডের কারণে ক্রসআর্ম থেকে ঝুলে যায়। সেই ঝুলে থাকা তারে জড়িয়ে পাঁচটি গরু মারা যায়। এটা নিছক একটি দুর্ঘটনা।’

এ বিভাগের আরো খবর