বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিতে ও মাস্ক পরতে বাধ্য করার পক্ষে তোফায়েল

  •    
  • ২৬ জুলাই, ২০২১ ২২:১৭

‘২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে দেশের সকল মানুষই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে।’

সব মানুষকে করোনার টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করার পক্ষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তার মতে, এতেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে।

সোমবার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য।

করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী ) করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর কারও পক্ষে করা সম্ভব ছিল না। তিনি যেমনি টিকার ব্যবস্থা করে চলেছেন, তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্যসহায়তা দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে সাবেক মন্ত্রী বলেন, ‘২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে দেশের সকল মানুষই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে।’

ভোলায় করোনা সংক্রমণ ঠেকাতে ট্রলারে করে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তোফায়েল।

একই সঙ্গে হাসপাতালকে দালালমুক্ত রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, করোনা ইউনিটে বহিরাগতদের প্রবেশ বন্ধ রাখা, শিক্ষার্থীদের বাল্যবিবাহ ঠেকানোসহ নানা বিষয়ে আলোচনা হয় সভায়।

সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনও অংশ নেন। নদীতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ও জলদস্যু দমনে পদক্ষেপ নেয়ারও প্রস্তাব তোলেন তারা।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ফিকুজ্জামান, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হকও এ সময় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর