উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী জানান, দুপুরে একসময় শিশুটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
কক্সবাজারের পেকুয়ায় বাড়ির পাশের পুকুর থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চরে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম সিদরাতুল মুনতাহা।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী নিউজবাংলাকে জানান, দুপুরে একসময় শিশুটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।