বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯৯৯-এ ফোন, নিজের বিয়ে ঠেকাল কিশোরী

  •    
  • ২৬ জুলাই, ২০২১ ২১:২৫

বাঁশখালীর ইউএনও বলেন, ‘দুই পক্ষের লোকজন সোমবার সকালে বাল্যবিয়ের আয়োজন করে। কিন্তু কিশোরী বিয়েতে রাজি ছিল না। রোববার রাত ১১টার দিকে কিশোরী ৯৯৯-এ কল করে। সেখান থেকে আমাকে যুক্ত করে দেয়া হয়। মেয়েটি বিস্তারিত ঘটনা বলে বিয়েতে অসম্মতির কথা জানায়।’

ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কথা ছিল মাদ্রাসাপড়ুয়া ১৫ বছর বয়সী এক কিশোরীর। তবে ৪০ বছর বয়সী বরকে বিয়ে করতে আগ্রহী ছিল না সে। তাই নিজের বিয়ে ঠেকাতে সে ফোন দেয় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ।

তার ফোনে ইউপি চেয়ারম্যানকে ওই কিশোরীর বাড়িতে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি গিয়ে বন্ধ করেন বাল্যবিয়ে।

রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

নিউজবাংলাকে সোমবার দুপুরে এসব তথ্য জানান বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘দুই পক্ষের লোকজন সোমবার সকালে বাল্যবিয়ের আয়োজন করে। কিশোরী বিয়ের জন্য রাজি ছিল না। রোববার রাত ১১টার দিকে ওই কিশোরী ৯৯৯-এ কল করে। সেখান থেকে আমাকে যুক্ত করে দেয়া হয়। তখন মেয়েটি বিস্তারিত ঘটনা বলে, বিয়েতে অসম্মতির কথা জানায়।’

ইউএনও আরও বলেন, ‘এরপর আমি ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলি। চেয়ারম্যানের সহযোগিতায় বাল্যবিয়েটি বন্ধ করি।

‘উভয়পক্ষকে বাল্যবিয়ের কুফল সর্ম্পকে জানালে তারা বিষয়টি বুঝতে পারেন। এরপর ওই কিশোরীর অভিভাবকরা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে না দেয়ার মুচলেকা দেন।

ওই মেয়ের অভিভাবক ও কাজিকে পুনরায় বাল্যবিয়ের আয়োজন না করার নির্দেশ দেন ইউএনও। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর