বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।
বিকেলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস এসব তথ্য জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও আতাউর রাব্বির নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।
অভিযানে বরগুনা মেডিক্যাল হলকে ২০ হাজার, পলি মেডিক্যালকে ১০ হাজার, জাহানারা মেডিক্যাল হলকে ৩০ হাজার, মহসিন মেডিক্যাল হলকে ৩০ হাজার এবং রূপালী মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধের পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পলও বিক্রি করছিলেন।
অর্থদণ্ডের এক লাখ টাকা পাঁচ ফার্মেসি থেকে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রমে অংশ নেয় বিজিবি ও বরিশাল মহানগর পুলিশ।