কঠোর লকডাউনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাগম বন্ধ করে মাস্ক পরতে বলায় পুলিশকে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন।
উপজেলার কচাকাটা থানার কচাকাটা বাজারে রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
কচাকাটা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বুলবুল ইসলাম ও কনস্টেবল মো. আজমাইন এ বিষয়টি নিউজবাংলাকে জানান।
এএসআই বুলবুল বলেন, ‘লকডাউনে হাটবাজারের বেঁধে দেয়া সময়ের পরও কচাকাটা বাজারের মানুষজনের সমাগম দেখি। তাদের জটলা ছত্রভঙ্গ করে মাস্কবিহীন কয়েকজনকে মাস্ক পরতে বলায় তারা আমার ওপর চড়াও হয়।’
তিনি জানান, এলাকার লোকজন তাদের ধাওয়া করে। জনরোষ থেকে বাঁচতে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে নিজ ভাড়া বাসায় চলে যান বুলবুল। এ সময় স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে ওই বাসার সামনে অবস্থান নেন।
বাজারের কয়েকজন বাসিন্দা জানান, এএসআই অযথা তাদের ওপর লাঠিচার্জ করেছেন। এ জন্য তাকে ধাওয়া করা হয়েছে।
পরে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ও এএসআই বুলবুলকে হেফাজতে নেন।
কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।