ময়মনসিংহের ফুলপুরে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মৃত নুসরাত জাহান মিমের স্বামীর নাম সবুজ আহামেদ।
সবুজ পৌরসভার আমুয়াকান্দা গ্রামের মৃত আদম আলীর মেম্বারের ছেলে। মিম পৌরসভার গোদারিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার মেয়ে।
ঘটনার পর থেকে সবুজ পলাতক।
রোববার রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী।
তিনি বলেন, দুইছর আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সামান্য বিষয় নিয়েই দুইজনের ঝগড়া লেগেই থাকত। এভাবে দুই পরিবারের মধ্যে বনিবনা ছিলনা। ছয় মাস আগে তাদের সংসারে এক ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। তবুও থামেনি ঝগড়া। প্রায় ১০ দিন আগে স্ত্রী বাপের বাড়িতে যেতে চাইলে স্বামী সবুজ মারধর করে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই স্বামী বাড়ি থেকে পালিয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারকে দেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।