ফরিদপুরের আলফাডাঙ্গায় অপহরণের নয়দিন পর নড়াইল থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জিয়া ফকিরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। রোববার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের জিয়া ফকির ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করেন। মালামাল বিক্রি করতে গিয়েই তার ওই ছাত্রীর সঙ্গে পরিচয়।
একসময় জিয়া মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানালে জিয়া তাদের বাড়ি যাওয়া বন্ধ করে দেয়।
গত ১৫ জুলাই বিকেলে অষ্টম শ্রেণির ওই ছাত্রী ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে জিয়া তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মেয়েকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ১৯ জুলাই তার মা আলফাডাঙ্গা থানায় অপহরণ মামলা করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান নিউজবাংলাকে জানান, মামলার পর থেকে পুলিশ তদন্ত করে একপর্যায়ে মেয়েটির খোঁজ পায়। তাকে উদ্ধারের পাশাপাশি জিয়াকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।