বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ছয় শিশুর

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ২০:৪৯

নেত্রকোণার এক উপজেলায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন শিশু। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু ও বরিশালে এক শিশু খেলার সময় পানিতে ডুবে মারা গেছে।

দেশের তিন জেলায় পুকুরে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোণার এক উপজেলায় প্রাণ হারিয়েছে তিন শিশু। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু ও বরিশালে এক শিশু খেলার সময় পানিতে ডুবে মারা গেছে।

রোববার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজবাংলার প্রতিনিধিদের পাঠানো খবর-

নেত্রকোণা: জেলার পূর্বধলা উপজেলায় বিভিন্ন পুকুরে ডুবে মৃত তিন শিশু হলো ছয় বছরের ইভা, চার বছরের জুনায়েদ ও দুই বছরের আল আমিন।

তাদের মধ্যে ইভা উপজেলার মেঘশিমুল উত্তরপাড়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে। জুনায়েদ ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের সুমন মিয়ার ছেলে এবং আল আমিন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রামের শিপন মিয়ার ছেলে।

রোববার বেলা দেড়টা থেকে বিকেল ৫টার মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে ইভা বাড়ির পাশে পুকুরে হাঁস আনতে যায়। ওই সময় সে পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শিশু জুনায়েদের পরিবার ঈদ উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছিল। শনিবার বেলা দেড়টার দিকে জুনায়েদ সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া দুই বছরের আল আমিনকে নিয়ে তার পরিবার বেড়াতে গিয়েছিল উপজেলার পাটরা গ্রামের নানাবাড়িতে। বেলা ২টার দিকে খেলার সময় সে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিভাবকরা সতর্ক হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়া: রোববার দুপুরে সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশুর। তারা হলো ওই গ্রামের মহসিন মিয়ার চার বছরের মেয়ে তাবাসসুম আক্তার ও মানিক মিয়ার ছয় বছরের ছেলে ওমর মিয়া।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন হাজারী আঙ্গুর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে ওমর ও তাবাসসুম বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

বরিশাল: হিজলা উপজেলায় খেলার সময় পুকুরে ডুবে ইব্রাহিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার খুন্না গৌবিন্দপুর গ্রামের কামাল তফাদারের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বাড়ির উঠানে খেলছিল ইব্রাহিম। একপর্যায়ে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বিকেল ৫টায় দিকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাহারাজ হায়াত জানান, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর