গাজীপুরের টঙ্গীতে রেস্টুরেন্টে খাওয়ানোর লোভ দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই কিশোরীর বড় ভাইয়ের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম নিউজবাংলাকে জানান, ওই কিশোরীর বড় ভাইয়ের এক বন্ধুর প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত ছিল। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই যুবক ও তার দুই বন্ধু মেয়েটিকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে বাসা থেকে নিয়ে যান।
রেস্টুরেন্টে না নিয়ে তারা ওই কিশোরীকে একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এরপর রিকশায় তুলে বাড়ি পাঠিয়ে দেন।
ওসি আরও জানান, মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা রোববার ভোরে ওই তিনজনের নামে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।