বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
রোববার দুপুরে বরিশাল নদীবন্দর এলাকার মাঝনদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জানান, কীর্তনখোলা নদীর মাঝে মরদেহটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেন। পরে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মৃতদেহের শরীর থেকে চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হতে পারে।
মরদেহটি কোন দিক থেকে ভেসে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে।