চট্টগ্রামে এক হত্যা মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ সিঅ্যান্ডবি কলোনির একটি বাসা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তার ব্যক্তির নাম আফসার উদ্দিন রিয়াদ। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যার আসামি।
পুলিশ জানায়, রিয়াদের সঙ্গে থাকা মো. আলম নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও মাদক মামলার পলাতক আসামি।
ওসি মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে মনসুরাবাদ সিঅ্যান্ডবি কলোনির বিএডিসি স্টাফ কোয়ার্টার থেকে রিয়াদ ও আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা, ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।’
ওসি আরও বলেন, ‘রিয়াদ ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার আসামি। হত্যার পরপরই তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে জামিনে বের হয় সে। সেই মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে। বর্তমানে সে ইয়াবা ব্যবসায় যুক্ত হয়েছে। কক্সবাজার থেকে ইয়াবা এনে সে চট্টগ্রামে বিক্রি করে।’
রিয়াদ ও আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নতুন মামলা করা হয়েছে। রোববার বিকেলে তাদের চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে তোলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।