বগুড়ায় ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমানের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে। তিনি সিরাজগঞ্জে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, লকডাউনে কোনো যানবাহন না থাকায় নিজ মোটরসাইকেল নিয়েই দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন মতিউর।
পথে বগুড়ার গোকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছনে থাকা কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান।
ওসি খায়রুল আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।