চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রোববার সকাল থেকে বাকলিয়া, সিডিএ, হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁওসহ নিচু এলাকাগুলোতে পানি জমতে শুরু করে। এতে ওই সব এলাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
চান্দগাঁও আবাসিকের সমশেরপাড়া এলাকার হুমাইরা তালুকদার নিউজবাংলাকে বলেন, ‘এখানে একটি খাল রয়েছে। এই খালে সিডিএর মেগা প্রকল্পের বাঁধ থাকায় বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে যায়।’
হালিশহরের বাসিন্দা আক্কাস আলী জানান, এখান থেকে সমুদ্র কাছে। মাঝেমধ্যে জোয়ারের পানি এলাকায় চলে আসে। রাত থেকে বৃষ্টি এবং সকালে জোয়ারের পানি চলে আসায় এখানে পানি জমে গেছে।
আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটাকে আমরা মাঝারি বৃষ্টিপাত বলে থাকি। এখন নগরের বিভিন্ন খাল ভরাট ও জীবিত খালগুলোতে বাঁধ থাকায় মাঝারি বৃষ্টিপাতেও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
‘পাশাপাশি সকাল ৮টা ৩ মিনিটে শুরু হওয়া বঙ্গোপসাগরের জোয়ারের কিছু পানিও নগরে ঢুকে পড়েছে। পূর্ণিমার প্রভাবে এখন জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে একটু বেশি।’
আগামী দুই দিন চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।