রাঙামাটি সদরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার মগবান ইউনিয়নের বল্টুগাছ মোনপাড়া এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত বাঁশিরাম তঞ্চঙ্গ্যার বাড়ি ওই এলাকাতেই।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পারিবারিক বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাঁশিরামের বাড়ির এক পাশে তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে তাকে শ্মশানে নিয়ে গেলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওই এলাকার ইউপি সদস্য দিপুরন চাকমা জানান, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে নেটওয়ার্কের অবস্থা খারাপ। কী কারণে খুন হয়েছেন, তার সঠিক তথ্য এখনও জানা যায়নি।
ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থলটি মেইন রাস্তা থেকে অনেক দূরে। ঘটনাটি শনিবার দুপুরের দিকে ঘটেছে। পরে রোববার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।