বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ১৫:৫১

‘উদ্ধার বস্তুগুলো বোমা বা বিস্ফোরকজাতীয় দ্রব্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এগুলো পরীক্ষার জন্য রংপুরে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বাসার গেট থেকে পলিথিনে মোড়ানো ২টি পেট্রলবোমাসদৃশ ও ৩টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

উপজেলা শহরের পোস্ট অফিস এলাকায় সাবেক বিজিবির সদস্য নুরুল আমিনের বাসার সামনে থেকে সকাল সাড়ে ৯টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে জানান, উদ্ধার পেট্রলবোমাসদৃশ দুটি বোতলের ভেতরে কোনো তরল পদার্থ ছিল না। বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ঢোকানো ছিল।

এ ছাড়া কালো স্কচটেপ ও বৈদ্যুতিক তারে প্যাঁচানো তিনটি ককটেলসদৃশ বস্তুও ছিল পলিথিনে। উদ্ধারের পর সেগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ওসি বলেন, ‘উদ্ধার বস্তুগুলো বোমা বা বিস্ফোরকজাতীয় দ্রব্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এগুলো পরীক্ষার জন্য রংপুরে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।’

বাড়ির মালিক নুরুল আমিন জানান, সকালে হঠাৎ করে বাসার গেটের সামনে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পান তিনি। পলিথিনের মধ্যে দুটি বোতল দেখে সন্দেহ হলে থানায় খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য বস্তুগুলো কেউ বাসার সামনে রেখে গেছে। ঘটনাটির তদন্ত হচ্ছে।

এ বিভাগের আরো খবর