বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হত্যার আসামিকে প্রকাশ্যে গলা কেটে খুন

  •    
  • ২৫ জুলাই, ২০২১ ০১:১৭

মদন থানার ওসি জানান, সুমন হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যার ঘটনা ঘটেছে। আটকদের হাসপাতালে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নেত্রকোণার মদনে হত্যা মামলার প্রধান আসামী বেচু মিয়াকে বাজারের মধ্যে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ সময় স্থানীয় জনতা তিনজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিয়শ্রী বাজারে এ ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী বেচু মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সুমন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

আটক তিন জন হলেন বালালী গ্রামের রবিকুল, আসাদুল ও ধনাই মিয়া।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, গত ১২ জুন বালালী গ্রামের সুমন মিয়া প্রতিপক্ষের হামলায় খুন হন। এ ঘটনায় সুমনের বড় ভাই পলাশ একই গ্রামের বেচু মিয়াকে প্রধান আসামি করে মদন থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বেচু মিয়া সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে পাশের মাখনা গ্রামে আত্মীয়ের বাড়িতে থাকছিলেন।

বেচু মিয়া প্রায়ই পাশের তিয়শ্রী বাজারে যাতায়াত করতেন। সন্ধ্যায় বাজারের রবিউল আওয়ালের সিঙাড়া দোকানে বসতেই তার ওপর ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তারা গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বেচু মিয়াকে হত্যার পর পালানোর চেষ্টা করেন। এ সময় বাজারের লোকজন তিনজনকে ধরে ধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, সুমন হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যার ঘটনা ঘটেছে। আটকদের হাসপাতালে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় লোকজনের পিটুনিতে আহত তিন জনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর