বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ‘বিষ’, ভাসল মরা মাছ

  •    
  • ২৪ জুলাই, ২০২১ ২২:৫৩

‘রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করি। মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করতে পারতাম।'

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

ইউনিয়নের জি এম সিকদারপাড়ার ওই পুকুরে শনিবার সকালে ভেসে ওঠে নানা প্রজাতির মরা মাছ।

পুকুরের মালিক আবদুল মতলব সিকদার বলেন, ‘রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। শনিবার সকাল ৮টার দিকে দেখি রুই, কাতলা, তেলাপিয়া মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করি। মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করতে পারতাম।’

কী পরিমান মাছ ছিল তা সুনির্দিষ্টভাবে তিনি জানাননি। কারা বিষ দিতে পারে সে বিষয়েও কোনো ধারণা নেই সিকদারের।

পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমি ক্ষতিগ্রস্ত পুকুরমালিককে আইনগত পদক্ষেপ নিতে থানায় যেতে বলেছি।’

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর