পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ায় ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সংঘর্ষের পরপর দক্ষিণ বড় মাছুয়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। সন্ধ্যায় আহত ব্যক্তি মারা গেলে শনিবার সকালে তার স্বজনরা ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে আটক তিনজনকে ওই মামলার গ্রেপ্তার দেখানো হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান মোহাম্মদ ইব্রাহীম।
জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ২১ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আটজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাতে মাওয়া ফেরিঘাট এলাকায় মারা যান।
নিহত ব্যক্তির নাম আব্দুল হক সিকদার। পেশায় কৃষক সিকদার ওই গ্রামের মৃত হাতেম আলী সিকদারের ছেলে।