বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘রাতে ডিউটি, না গেলে চাকরি থাকবে না’

  •    
  • ২৪ জুলাই, ২০২১ ২২:১৪

পোশাকশ্রমিক আসমানী জানান, বস্তা আর নাতিকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। এরপরও ঢাকায় যেতে হবে। ঠিকমতো ডিউটিতে যোগ দিতে না পারলে মালিক বকাবকি করবেন। এমনকি চাকরিও চলে যেতে পারে।

ঈদের ছুটিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাড়িতে গিয়েছিলেন পোশাকশ্রমিক আসমানী বেগম। চলমান লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকার ঘোষণায় বাড়িতেই ছিলেন।

তবে শনিবার সকালেই ঢাকায় কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে রওনা দিতে হয় তাকে। কারণ রাতে তার ডিউটি পড়েছে। সময়মতো পৌঁছাতে না পারলে বকা দেবেন মালিক; চাকরিও চলে যেতে পারে।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক পুলিশ বক্সের পাশে দুপুরে ছয় বছরের নাতি আরমান হোসেন ও একটি বস্তা নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন আসমানী। সেখানেই কথা হয় তার সঙ্গে।

তিনি জানান, কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ। রিকশা, ভ্যান ও পিকআপে করে মানিকগঞ্জ পর্যন্ত এসেছেন। এখন ঢাকায় যাওয়ার গাড়ির জন্য প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়কের পাশে অপেক্ষা করছেন।

আসমানী বলেন, ‘আজ (শনিবার) রাত ৮টা থেকে ডিউটি শুরু। লকডাউনের কারণে ভোরে বাড়ি থেকে রওনা দিয়েছি। বাড়ি থেকে কাজীরহাট ফেরিঘাটে আসতে তেমন কষ্ট হয় নাই।

‘পরে আরিচা থেকে রিকশা, ভ্যান আর পিকআপে করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসি। বাড়ি থেকে মানিকগঞ্জ আসতে ১৪০০ টাকার মতো খরচ হয়েছে। আরও কত টাকা খরচ হবে কে জানে?’

তিনি আরও বলেন, ‘গাড়ির জন্য বসে আছি। কোনো না কোনো গাড়ি পাবই। না হলে বেশি ভাড়া দিয়ে যেতে হবে। যতদূর যায়, গাড়িতে ততদূর যাব। পরে না হয় হেঁটে যাব।

‘বস্তা আর নাতিকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। এরপরও ঢাকায় যেতে হবে। ঠিকমতো ডিউটিতে যোগ দিতে না পারলে মালিক বকাবকি করবেন। চাকরিটাও চলে যেতে পারে।’

৪৫ বছরের এই পোশাকশ্রমিক বলেন, ‘এই চাকরিটা চলে গেলে সংসার চলবে না। না খেয়ে থাকতে হবে। তাই তো লকডাউনের মধ্যেও বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’

এভাবে গেলে করোনা আক্রান্ত হতে পারেন, এ কথা জানালে তিনি বলেন, ‘ভাই, আমরা গরিব মানুষ। আমাদের এত কিছু হিসাব করলে চলবে না। যতটুকু পারি মেনে চলি। করোনার ভয়ে তো জীবন থেমে থাকবে না। কোনো না কোনোভাবে চলতে হবে। আমরা যারা চাকরি করি। আমাদের করোনার ভয় করলে চলবে না।’

এ বিভাগের আরো খবর