চাকরির প্রলোভনে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় এনে যৌনকর্মী হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুই নারীকে।
শুক্রবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হলেও বিষয়টি শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানায় পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন সুরমা বেগম প্রকাশ সুমি, তানজিল হোসেন ও এমরান হোসেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান নিউজবাংলাকে জানান, ৭ জুলাই এক নারীকে চাকরি দেয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বায়েজিদ থানার রউফাবাদ এলাকার একটি বাসায় নিয়ে আসেন আসামিরা। ওই নারীর স্বামী অসুস্থ থাকায় তিনি চাকরি খুঁজছিলেন। সেখানে তাকে যৌনকর্মে বাধ্য করেন তারা। শুরুতে তিনি রাজি না হওয়ায় মারধর করা হয়।
ওসি আরও জানান, বৃহস্পতিবার একইভাবে আরেক নারীকে নিয়ে এসে তাকেও একই কাজে বাধ্য করেন। শুক্রবার ওই দুই নারী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে তারা গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন।
আসামিদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।