হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন মা ও ভাইকে দেখতে যাওয়া এবং এরপর স্বাস্থ্যবিধি না মেনে এলাকায় ঘোরাফেরা করায় সিরাজগঞ্জের তাড়াশের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আইসোলেশনে পাঠিয়েছেন ইউএনও।
এই কর্মকর্তা মাহমুদুর রহমানকে শনিবার তার সরকারি কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়।
মাহমুদুরের মা ও ভাই নাটোর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি। তাদের দেখতে হাসপাতালে যাওয়ার পর নাটোরের সাংবাদিকরা বৃহস্পতিবার এ বিষয়ে প্রশ্ন করেন।
এ সময় মাহমুদুর রহমান ও তার ভাই নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী আহমেদ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
পরে তাড়াশে ফিরে মাহমুদুরকে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।
তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজামান নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অফিস বন্ধ থাকায় আমার করণীয় কিছু নেই। তবে একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম বলেন, ‘সাংবাদিকরা ঘটনাটি জানানোর পরপরই তাকে উপজেলা কোয়ার্টারে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’