বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালে নেই প্রতিষেধক, সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ জুলাই, ২০২১ ০০:৪৯

পরিবারের সদস্যরা জানান, সাপ কামড় দেয়ার পরপরই সাজ্জাদকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে সাপের কামড়ের কোনো প্রতিষেধক না থাকায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।

বাড়ির পাশের জমিতে ঘাস কাটার সময় সাপ কামড় দিয়েছিল। বিষয়টি স্বজনদের জানালে তাকে নেয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানে সাপের বিষের কোনো প্রতিষেধক না থাকায় ঢাকায় পাঠান চিকিৎসক।

পথেই মারা যান ১৮ বছর বয়সী সাজ্জাদ হোসেন। তিনি মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা ছিলেন।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার রামেরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সাপ কামড় দেয়ার পরপরই সাজ্জাদকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে সাপের কামড়ের কোনো প্রতিষেধক না থাকায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।

তারা জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সাজ্জাদ। পরে হাসপাতালে পৌঁছালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক তোফাজ্জল হোসেন বলেন, ‘দুপুরে সাপে কাটা একজন রোগী আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় ও হাসপাতালে সাপে কাটার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল।

এ বিভাগের আরো খবর