সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে সাগর ও রুমেল নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে।
উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দির একটি খালে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাদের পরিবার জানায়, বন্ধুদের সঙ্গে বিছনাকান্দি বেড়াতে গিয়েছিল সাগর ও রুমেল। খালে ভ্রমনের সময় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় পানিতে তলিয়ে যায় সাগর ও রুমেল।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে তাদের মৃত্যু হয়।
সাগর ও রুমেল সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ডের গোয়াইপাড়া মল্লিকা আবাসিক এলাকার বাসিন্দা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, ‘বিছানাকান্দির টেকনাগুল খাল পার হতে গিয়ে নৌকা ডুবে দুই কিশোর তলিয়ে যায়।
‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালে তারা সেখানে তারা মারা যায়। ওই দুই কিশোর সাঁতার না জানায় দ্রুতই পানিতে তলিয়ে যায়।’
করোনা সংক্রমণের কারণে সিলেটসহ দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে সমাগমেও রয়েছে নিষেধাজ্ঞা।
সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় কিছু পর্যটককে ঈদের পর দিন থেকে বিছনাকান্দিসহ সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে।
নৌকায় পিয়াইন নদী পেরিয়ে যেতে হয় ঝর্ণা আর পাথুরে নদীর বিছনাকান্দিতে। প্রতিবছরই নৌকা ডুবে ও সাঁতার কাটতে গিয়ে স্রোতে তলিয়ে সেখানে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান এলাকার লোকজন।