বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাছের ড্রামে বাড়ি যাচ্ছিলেন তারা, চেকপোস্টে ধরা

  •    
  • ২৩ জুলাই, ২০২১ ২১:৪৮

রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্টে মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে বের করা হয়। তারা আলাদা ড্রামের ভেতর বসা ছিলেন।’

কঠোর লকডাউনে মাছের ড্রামে ঢুকে বাড়ি যেতে গিয়ে চেকপোস্টে ধরা পড়েন ১০ যাত্রী। তারা ঢাকা থেকে রওনা হয়েছিলেন ময়মনসিংহের উদ্দেশে।

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হলেও শেষরক্ষা হয়নি তাদের। গাজীপুরের রাজেন্দ্রপুরে শুক্রবার দুপুরে ধরা পড়েন তারা।

গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার বেলাল হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হতে পারলেও রাজেন্দ্রপুরে এসে ধরা পড়ে যান তারা।

তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে বের করে পুলিশ। তারা আলাদা ড্রামের ভেতর বসা ছিলেন।

‘পুলিশ যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয়। তবে চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে।’

করোনা সংক্রমণ ঠেকাতে ঈদের পরে কঠোর লকডাউন শুরু হয়েছে শুক্রবার ভোর থেকে।

গাজীপুরে সড়ক-মহাসড়কে সকাল থেকেই র‌্যাব-পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবির টহল ছিল চোখে পড়ার মতো।

এ বিভাগের আরো খবর