অভিযানে কনের মামাকে ৩০ হাজার ও বরের চাচাত ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কঠোর শাটডাউনে বিয়ের আয়োজন করায় চট্টগ্রামের পটিয়ায় বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদের নেতৃত্বে শুক্রবার দুপুর ২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার ও বরের চাচাত ভাই মো. কায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও ফয়সাল আহমদ বলেন, সরকারি বিধিনিষেধ না মেনে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, একইদিন মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে ৪৫০ টাকা জরিমানা করা হয়।