চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, শুক্রবার বেলা ২টার দিকে তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই তরুণী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর ভরান এলাকায় ওই ঘটনা ঘটে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
তরুণীর বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার কিং ফিসার রেস্টুরেন্ট অ্যান্ড বার-এ এক মেয়ের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। পরিচয়ের সূত্র ধরে মেয়েটি তরুণীকে চাকরি দেয়ার কথা বলে টঙ্গীতে আসতে বলেন। রাত সাড়ে ১২টার দিকে তরুণী টঙ্গীর ভরান এলাকায় এলে তাকে সাদিয়া ফার্নিচারের গোডাউনের পেছনে নিয়ে যান মেয়েটি। আগে থেকেই সেখানে থাকা তিন যুবক তাকে ধর্ষণ করেন। পরে তরুণীকে রেখে পালিয়ে যায় তারা।
ওসি আরও বলেন, মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।