শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি রো রো ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন।
সেতুর ১৭ নম্বর পিলারে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ‘শাহজালাল’ নামের রো রো ফেরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।
তবে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনে বড় ধরনের বিপর্যয় ছাড়াই শিমুলিয়া ঘাটে ফেরিকে নোঙর করা হয়।
ফেরিটির চালক আব্দুর রহিম বলেন, ‘ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।’
এ বিষয়ে বিআইডাব্লিউটিসির (মেরিন) কর্মকর্তা আহাম্মেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ফেরির মাস্টারের সঙ্গে কথা বলেন।’
শ্রীনগর লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর জেনেছি। তবে কতজন আহত হয়েছেন আর ফেরির কি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।’