বান্ধবীদের সঙ্গে মেঘনায় গোসল করতে নেমে হিমা পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা নদীতে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর হিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জে গজারিয়ায় মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।
ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম সংলগ্ন নদীতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক।
তিনি জানান, দুপুরের বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে হিমা পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা নদীতে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর হিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ৯ বছরের হিমার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি মাথাভাঙ্গা গ্রামে ভাড়া থাকেন।