বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সাপ্টিবাড়ি মোড়ে ঢাকা থেকে আসা অপু তিশা পরিবহনের সঙ্গে বুড়িমারী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ মোট আটজন গুরুতর আহত হয়েছে।
লালমনিরহাটের আদিতমারিতে দুই বাসের সংঘর্ষে প্রায় আটজন আহত হয়েছেন।
উপজেলার সাপ্টিবাড়ি মোড়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সাপ্টিবাড়ি মোড়ে ঢাকা থেকে আসা অপু তিশা পরিবহনের সঙ্গে বুড়িমারী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ মোট আটজন গুরুতর আহত হয়েছে। পরে আদিতমারী পুলিশ গিয়ে আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদপর মধ্যে ড্রাইভার ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক।