মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
উপজেলার ভিটিকান্দি এলাকায় সকাল ৯টার দিকে খাদে গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাকিব।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন প্রাইভেট কার চালক ও দুই নারী আরোহী। প্রাইভেট কারচালকের নাম মো. নয়ন এবং আরোহীদের নাম লিজা ও জারা বলে জানা গেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক কামাল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাটি রাতের কোনো একসময় ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে আমরা সকালে খবর পাই।’
গজারিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক রিফাত মল্লিক বলেন, ‘আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তিনটি মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়।’