কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
মেরিন ড্রাইভের দরিয়া নগর পয়েন্টে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন পাহাড়তলী এলাকার কফিল উদ্দিন রিফাত। অন্যজন কলাতলী এলাকার আসিফ চৌধুরী। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ছিমছড়ির দরিয়ায় পয়েন্ট দুটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন দুই জন। আহত তিন জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর হক।
তিনি জানান, রাতে ছিমছড়ির দরিয়া নগরে পয়েন্টে কক্সবাজারগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয় দুই জন। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন জন। তাদের অবস্থা আশংকাজনক।