বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

  •    
  • ২১ জুলাই, ২০২১ ২২:৪১

মৃতরা হলো নয় বছরের শিমু ও চার বছরের জান্নাতুন। তারা ঠাকুরগাঁওয়ের কিসমত গ্রামের শাহাবুল আলম জাম্বুর মেয়ে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাড়ির পাশে ডোবায় ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

উপজেলার গেদুরা ইউনিয়নের কিসমত গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো নয় বছরের শিমু ও চার বছরের জান্নাতুন। তারা ওই গ্রামের শাহাবুল আলম জাম্বুর মেয়ে।

শাহাবুল আলম বলেন, ‘আমি গরু কাটা নিয়ে ব্যস্ত ছিলাম। মেয়েরা ১২টা পর্যন্ত আমার সঙ্গে ছিল। পরে তাদের দেখতে না পেয়ে আমি খোঁজাখুঁজি করি। তখন বাড়ির পাশের মকসেদুল জানায়, আমার মেয়েদের মরদেহ বাড়ির পাশে ডোবায় ভাসছে।’

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে তাকে খবর দেয় এলাকাবাসী।

পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর