রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
উপজেলা পরিষদসংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কে আনজিরনেছা কৃষি ইনস্টিটিউটের সামনে বুধবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী প্রধান।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুর নবী জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাস দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।