গাংনী থেকে মোটরবাইকে করে তিনজন মুজিবনগর যাচ্ছিলেন বেড়াতে। আর কোরবানির মাংস বিতরণ করে একই বাইকে বাড়ি ফিরছিলেন তিনজন।
রাস্তায় তাদের দুটি বাইকের সংঘর্ষ হয়। এরপর সড়কে দাঁড়িয়ে থাকা নছিমনের সঙ্গে মোটরবাইক দুটি ধাক্কা খায়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত পাঁচজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দুইজনের।
ঈদের দিন বেলা আড়াইটায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মেহেরপুর-মুজিবনগর আঞ্চলিক সড়কে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাপুর গ্রামের শামীম হোসেন ও একই গ্রামের শাকিল হোসেন ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুস্তাকিম।
আহত ব্যক্তিরা ওমর ফারুক, রাকিবুল ইসলাম ও শাকিল মিয়াকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম নিউজবাংলাকে বলেন, ঘটনাস্থলে শাকিল হোসেন মারা যান। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় মুস্তাকিম ও শামীম হোসেনের।
মরদেহ ও মোটরবাইক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আর আহত ব্যক্তিরা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।