শিশুর পরিবারের লোকজন জানান, সকালে তাসিন বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে বাড়ির পাশে খালে পড়ে যায় সে। বাড়ির উঠানে তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে খালে তার সন্ধান মেলে।
নেত্রকোণার কলমাকান্দায় খালে ডুবে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঈদের দিন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু তাসিন উপজেলার সদর ইউনিয়নের পূর্ববাজার ষোষপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে।
শিশুর পরিবারের লোকজন জানান, সকালে তাসিন বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে বাড়ির পাশে খালে পড়ে যায় সে। বাড়ির উঠানে তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে খালে তার সন্ধান মেলে।
তাসিনকে উদ্ধার করে দ্রুত নেয়া হয় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে তলিয়েই তাসকিনের মৃত্যু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাপ্তি প্যাট্রিসিয়া।