বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের দিনে সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু

  •    
  • ২১ জুলাই, ২০২১ ১৩:৪০

ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন তরিকুল আর মেঝেতে ঘুমিয়ে ছিলেন তার নানি অতিরন নেছা। ভোররাতে বিষধর সাপ প্রথমে তরিকুলকে এবং পরে তার নানিকে ছোবল দেয়। যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের সদস্যরা তাদের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান।

ঝিনাইদহের সদরে সাপের কামড়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে।

উপজেলার বেড়বাড়ি গ্রামে বুধবার ভোরে তাদের সাপ কামড় দেয়। আর সকাল ১০টা নাগাদ তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন ৯৫ বছর বয়সী অতিরন নেছা ও তার ২৫ বছর বয়সী নাতি তরিকুল ইসলাম। অতিরন নেছা ওই গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমদাদুল হক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেড়বাড়ি গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব হোসেন জানান, রাতে নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন তরিকুল আর মেঝেতে ঘুমিয়ে ছিলেন তার নানি অতিরন নেছা। ভোররাতে বিষাধর সাপ প্রথমে তরিকুলকে এবং পরে তার নানিকে ছোবল দেয়।

যন্ত্রণায় ছটফট শুরু করলে পরিবারের সদস্যরা তাদের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান।

এ সময় তরিকুলের মৃত্যু হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অতিরন নেছাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর