মেহেরপুরে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম নামের এক পুলিশ সদস্য।
রতনপুর ট্যুরিস্ট পুলিশ ফাঁড়িতে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরাট গ্রামে। তিনি পুলিশের কনস্টেবল ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাইফুল নিজের অস্ত্র মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন। এ সময় গুলির শব্দ শুনতে পেয়ে পাশের রুমে থাকা সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, কী কারণে আত্মহত্যা করেছেন, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।