এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইয়াসির আরাফাত জানান, ঢাকা থেকে গরুভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরুবাহী ট্রাকের হেলপারের মৃত্যু হয়।
টাঙ্গাইলের বাসাইলে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাহার আলীর বাড়ি নাটোরে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইয়াসির আরাফাত জানান, ঢাকা থেকে গরুভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরুবাহী ট্রাকের হেলপারের মৃত্যু হয়।
পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।